চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ মার্চ ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ২৮ হাজার ৩৩৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৪ হাজার ৫০৯ জন। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দিন। তিনি আরো জানান, আগামী ১৫ মার্চ সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জে সবমিলিয়ে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১৯১ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।
সিভিল সার্জন বলেন- ১৫ মার্চ কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না। সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে।
ব্রিফিংয়ে সিভিল সার্জন ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরেন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দিন। তিনি বলেন ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর ফলে কোনো কোনো শিশুর বমি ভাব বা পাতলা পায়খানা হতে পারে। তবে তাতে ভয়ের কোনো কারণ নেই।