চাঁপাইনবাবগঞ্জে ১৯ কেজি বিস্ফোরক দ্রব্য সহ গ্রেপ্তার ১

998

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট মোড়ে অভিযান চালিয়ে গতরাতে ১৯ কেজি বিস্ফোরক দ্রব্য সহ মিঠুন নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি উপজেলার সুর্যনারায়নপুর সোনাদীচর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল করিম আজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, এলাকায় অভিযান চালিয়ে ঐসব মাদকদ্রব্যগুলো পাওয়া যায়। র‌্যাব জানায়, মিঠুন দীর্ঘদিন যাবৎ অবৈধ বিস্ফোরক দ্রব্য কেনা-বেচায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। র‌্যাব আরও জানায়, কি প্রকৃতির বিস্ফোরক দ্রব্য এগুলি তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এগুলি গান পাওডার বলে সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।