01713248557

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মনিরুল শহরের বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামী উজ্জলকে বেকসুর খালাস দেন আদালত। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় মনিরুল। ১৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত গতকাল মনিরুলকে দোষী সাব্যস্ত করে আদেশ প্রদান করেন।