01713248557

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়া গ্রামের রনজিত কর্মকার ওরফে ভুট্টু কর্মকারের ছেলে সুমন কর্মকার ও একই এলাকার মৃত মঞ্জুর আলীর ছেলে শরিফুল ইসলাম। আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, গতরাত পৌনে ৯টায় তেররশিয়া মুন্নাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় সুমন ও শরিফুল। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।