চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার
শিবগঞ্জে চঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের সলেমান আলীর ছেলে সাদিকুল ইসলাম ও তার স্ত্রী মোকতারা বেগম। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ৩টার দিকে নাচোল উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ৬ জুলাই শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েয়ে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য গত ৫ জুলাই পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভায়ের হাসুয়ার আঘাতে খালেদা বেগম ওরফে শুকমন নামে এক গৃহবধু নিহত হন। তিনি ধাইনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়মহেষপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী। তাঁর ৬ মাস বয়সী কন্যাশিশু রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা সৈবুর আলী, মা এরিনা বেগম এবং বোন লিপি খাতুন। ঐই ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। উক্ত ঘটনায় খালেদার পিতা সবুর আলী ৬ এপ্রিল শিবগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামীসহ মোট ১৫ জনের নামে মামলা করেন।