চাঁপাইনবাবগঞ্জে হজ যাত্রীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের হজ বিষয়ক দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারের যুগ্ম সচিব ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামি ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার এসএভিপি আবু সাঈদ আব্দুল্লাহ, রাহবারে হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলসসের স্বত্বাধিকারী ও হাব প্রতিনিধি আবুল হোসাইন, জোড়গাছি বায়তুল আতিক জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মাতিনসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে জানানো হয় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এক হাজার একশ আটাশ জন হজযত্রী হজব্রপালনে সৌদি আরব যাবেন। তার মধ্যে ৪২ জন সরকারিভাবে এবং এক হাজার ৮৬ জন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করবেন বলে জানানো হয়।