চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালকদের মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে ডা. আআম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে এই প্রশিক্ষণোর উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি টি.এম মোজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার রুমি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আজমল হোসেন, মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন বালক অংশ নিচ্ছে। হোসনে রাকিব তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছেন।