01713248557

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ১৬৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৮০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে সরকারি উপবৃত্তি ও ৭ জন আদিবাসী শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে।
দিনব্যাপী সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মি. কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল অহাব, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মি. হিংগু মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মি. লুইস টুডু, আমারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. মদন হাসদা, নারী নেত্রী অলকা সরেন ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু।
আলোচনা সভায় আদিবাসীদের প্রধান সমস্যা সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরণের জন্য সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল অহাবের কাছে জমা দেয়া হয়।
এসআইএল বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে সদর উপজেলার গোবরাতলা, বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, অভিভাবক ও নেতৃবৃন্দ অংশ নেন।