01713248557

চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে ঢাকার শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের হাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিগৃহীত হবার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচী আহব্বান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যারয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুর রহমান, সাইমুম ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্স হাসদা, সহকারী শিক্ষক আশফিকা তাহসিন বেবি প্রমুখ। বক্তরা বলেন, গতকাল শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১ তম বিসিএস ব্যাচে নন ক্যাডারে নিয়োগ পাওয়া ২০/২৫ জন শিক্ষকের উপর হামলার এই ঘটনাা ঘটে। এ ঘটনার দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন বক্তরা। কর্মসূচীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনান্য দাবিও তোলা হয়।