<meta property="og:image:width" content="2560"/> <meta property="og:image:height" content="1209"/> চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের মতবিনিময় সভা - Radio Mahananda

চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের মতবিনিময় সভা

আগামী ২৩ নভেম্বর দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বাষির্ক নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের আয়োজনে এই সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ বনিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, লতিফুর রহমান, ব্যবসায়ী মাহবুব আলম রাজু সহ অন্যরা।