01713248557

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বন বিভাগ।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আজগর আলী।
সূচনা বক্তব্য দেন- সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান। বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে বক্তব্য দেন- মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান মতি।
সপ্তাহব্যাপীর বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল অংশ নিয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।