চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বানিজ্য মেলা
চাঁপাইনবাবগঞ্জে আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বানিজ্য মেলা-২০২৫। জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে জেলা চেম্বার এই মেলার আয়োজন করেছে। আজ দুপুর আড়াইটায় চেম্বার ভবনে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে উৎপাদিত পণ্য জনগণের সামনে তুলে ধরার জন্য সকল বিধি বিধান মেনে জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য ২০টি বিভিন্ন ধরণের রাইড থাকবে। চেম্বার সভাপতি আরও বলেন, জেলা শহরে রুচিসম্মত বিনোদন ও সুন্দর সময় কাটানোর তেমন কোন ব্যবস্থা নেই বললেই চলে। জেলাবাসীকে দেশীয় পণ্য প্রদর্শণ এবং ক্রয় করার জন্য মেলার আয়োজন। তাঁরা বিনোদন এবং সুন্দর সময় কাটানোর সূযোগ পাবেন। আনন্দ উপভোগ করবেন। শর্ত মোতাবেক মেলা শেষে ষ্টেডিয়াম যথাযথভাবে সংস্কার করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান আব্দুল ওয়াহেদ।