চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৫৯ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে অবস্থিত ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তর এলাকার স্থানীয় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুর ১টার দিকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ। উপস্থিত ছিলেন ৫৯বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ব্যাটালিয়ন সহকারী পরিচালক বেলাল হোসেন সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা। অনুষ্ঠানে ১৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক। তাঁরা বলেন, প্রতিবছরই সদর দপ্তর এলাকায় এবং সীমান্তের দূর্গম এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবরাও তারই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে। বিজিবি’র এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।