চাঁপাইনবাবগঞ্জে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার এবং শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তাদেও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বেসরকারি উন্নয়ন সংগঠন এসিডি কয়েকটি বিদেশী সাহায্য সংস্থা ও উন্নয়ন সংগঠনের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণে অতিথি ছিলেন সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম। বক্তরা যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার ও শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াও শিশুর অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, মানবাধিকার,কন্যা সন্তানের প্রতি সুদৃষ্টি রাখার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন।