সদর উপজেলার চকঝগড়– জামবাড়িয়া মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ময়মনসিংহ ভালুকা’র পাইওনিয়ার নিটওয়্যার লিমিটেড থেকে পাওয়া কম্বলগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর ভুতপুকুর এলাকায় মৎসজীবী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জেলা প্রশাসনের পক্ষে সরকারী কম্বলগুলো বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মংচিননু মারামাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।