চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন নাচোল উপজেলার দেওপাড়া গ্রামের নুজরুল ইসলামের ছেলে জুয়েল রানা এবং দক্ষিণ সাকোপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব-৫ এর একটি দল উপরাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।