01713248557

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন জব্দ হয়েছে। চাঁপাইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ডালিমবাড়িয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হেরোইন ফেলে দৌড়ে পালিয়ে গেলে সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিয়ে ওই হেরোইন জমা করা হয়েছে।