01713248557

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ গৃহবধু নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বৃষ্টিভেজা কাদা সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহি গোলামী বেগম নামে ১ গৃহবধু নিহত হয়েছেন। তবে এ ঘটনায় অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে ওই গৃহবধুর কোলে থাকা চার মাসের শিশুসন্তান আরিয়ান ও মোটরসাইকেল চালক ওই গৃহবধুর বড় ছেলে মাসুদ রানা। ওই গৃহবধুর শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের বাবুল আখতারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মোন্নাপাড়া সাজার মাঠ নামক স্থানে মা-ছেলেসহ ৩জন একটি মোটরসাইকেলযোগে চিকিৎসা করতে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মাথার পেছনে জখম হওয়া ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) এসএম জুবায়ের হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।