চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকের ছোবলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাদকের আগ্রাসন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে সামরিক বাহিনীর সাবেক সদস্যরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। আজ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পৌর ১৪ নং ওয়ার্ডবাসী অংশ নেন। তাদের সাথে যোগ দেন ১৩ ও ১৫নং ওয়ার্ডের বাসিন্দা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

সংহতি জানিয়ে অংশ নেন শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা ১৪ নং ওয়ার্ডের জোড়বাগান বস্তিকে শহরে মাদকের একটি প্রধান স্পট চিহ্নিত করে এ স্থান থেকে মাদক নির্মুলে জোর অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সায়েদুজ্জমান, বাহার আলী, জিয়া উদ্দিন, এলাকাবাসী মেহেদী হাসান, ইউসুফ আলী লাভলু সহ অন্যান্যরা। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান জানান, অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।