01713248557

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় নির্মিয়মান মহানন্দা রাবার ড্যাম এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে আবিদ হাসান নামে এক শিশুর মৃত্যৃূ হয়েছে। সে শহরের পিটিআই মাষ্টারপাড়া মহল্লার আনোয়ারুল ইসলামের ছেলে ও শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে স্কুলছুটির পর ৩ সহপাঠী বাইসাইকেলে নিকটেই রাবার ড্যাম ঘাটে গোসলে গেলে এই দূর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন লীডার হারুনুর রশিদ বলেন, দুপুর আড়াইটায় খবর পাবার পর রাজশাহী থেকে ডুবুরী দল ডাকা হয়। বিকাল ৫টার দিকে তারা আবিদকে নদী থেকে উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।