চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টায় দূর্লভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সহ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।