01713248557

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থপান করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তরা দিবসের তাৎপর্য, জনসংখ্যা পরিস্থিতি, জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।