চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা.এ.কে.এম শাহাব উদ্দীন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু, ব্রাকের জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যান্যরা। বক্তরা বলেন, ডায়াবেটিস এখন মহামারীর রুপ নিয়েছে। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এটি এখন বৈশ্বিক সমস্যা। অথচ সচেতন হলেই জীবনঘাতি এই রোগ অনেকটা মোকাবেলা সম্ভব। দিবসটি উপলক্ষে সদর উপজেলার বালুগ্রামে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।