<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস - Radio Mahananda

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দ করা বিপুল পরিমান মাদকদ্রব্য ও নিষিদ্ধ সামগ্রী ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মামলার আলামত মাদকদ্রব্যের নমূণা রাখা হয়েছে। আজ সন্ধায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্থানে প্রকাশ্যে বুলডোজার দিয়ে পিষে ও আগুন দিয়ে পুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ও মো. তৌহিদুজ্জামান উপস্থিত থেকে তদারকি করেন। আদালত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, এসব মাদক তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দকৃত। জেলার পাঁচ থানা ও গোয়েন্দা পুলিশ(ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সময় এসব মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন ৬ কেজি ৮০৯ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৩৭ হাজার ২৩০ পিস,বিদেশী মদ ৮৪৩ বোতল, ফেনসিডিল ৩ হাজার ৭০৭ বোতল, চোলাই মদ ৩০ লিটার, লুজ মদ ৩০ লিটার, গাঁজা ৩৩ কেজি ৫৬০ গ্রাম, ভারতীয় বিড়ি ১২ হাজার বান্ডিল,ভারতীয় বিড়ির পাতা ৩কেজি ৫০০ গ্রাম, দেড় লক্ষ ভারতীয় জাল রুপী, লাল ফসফরাস ৭কেজি ২০০ গ্রাম ও গান পাওডার ১১ কেজি ২৬০ গ্রাম।