চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিং

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম ৯ মাসে ৬০ কোটি টাকারও বেশী মূল্যের চোরাচালানী পন্য জব্দ করেছে বিজিবি। এসময় আটক হয়েছেন ৫০১ জন। চোরাচালান পন্যর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি, গবাদিপশু সহ বিভিন্ন মালামাল। রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে।
আজ সকাল ১১টায় বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের পক্ষে রাজশাহী সেক্টরের আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফ্রিং-এসব তথ্য প্রকাশ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
অধিনায়ক বলেন, চলতি বছরের পহেলা জানুয়ারী থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিজিয়নের আওতাধীন সীমান্তে জব্দ মালামালের মধ্যে রয়েছে ৭১ হাজার ৩৪০ বোতল ফেনসিডিল, ৯.৭৭৩ কেজি হেরোইন,২.০৬১ কেজি কোকেন,১২ হাজার ১২৭ বোতল মদ, ২ হাজার ৯১ কেজি গাঁজা,২৪ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৮৫ হাজার ১৩১ পিস নেশার ইনজেকশন সহ বিপুল পরিমান অনান্য সিরাপ,ট্যাবলেট। জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে ৬ রাইন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৬টি এয়ারগান ও ৩৩ হাজার ১০০টি সিসাগুলি, ৭ কেজি গান পাওডার, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা। জব্দ হয়েছে ১ হাজার ৪৫৭টি গরু ও ৬৬৪টি মহিষ। এছাড়াও জব্দ হয়েছে ৮২৩ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথরের মুর্তি,৬৮০ গ্রাম স্বর্ন, ১৮৫টি মোটরসাইকেল, ১ হাজার ২৪৫ পিস মোবাইল ফোন, পোষাক ও কাপড়. রৌপ্য, চা, চিনি, পটকা, কারেন্ট জাল ইত্যাদি।
অধিনায়ক বলেন, রিজিওনের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ৬টি বিওপি নির্মিত হয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি চলতি বছরের দুর্গাপুজায় রিজিরিওনের আওতাধীন সীমান্তের ৮০৭টি মন্ডপের নিরাপত্তায় ১৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও বিজিবি নিয়মিত সীমান্তবাসীদের নিয়ে অবৈধ সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদক চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক সভা করছে। ব্রিফ্রিংকালে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আসরারুর হক, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।