01713248557

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/ অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরশহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এ এই সংলাপের আয়োজন করে। সংলাপে ‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভার সূচনা করেন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এর ম্যানেজার উত্তম মন্ডল, সহকারী শিক্ষক বাবর আলী, উম্মে জামিলা বেগমসহ অভিভাবক, ইমাম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়া, আজকের প্রতিপাদ্যের উপর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী সুনাইদাহ সোহা এবং মরিয়ম মুক্তা।