চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবসে শোভাযাত্রা

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় তিনি বলেন- পড়ালেখার পাশাপাশি স্কাউটসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।