চাঁপাইনবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কঠিন ও পচনযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিক ও টেকসই পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। সূচনা বক্তব্য দেন সাসটেইল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট(এসএনভি)’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পৌর এলাকার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার চিত্র, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসেন, এসএনভি’র প্রজেক্ট ম্যনেজার তানভির আহমেদ চৌধুরী ও এসডিসি এগ্রো লিমিটেড এর পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম সহ অন্যরা। তাঁরা বর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, টিএলসি ও সিটিজেন প্ল্যাটফর্মের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চুক্তি স্বাক্ষর পর্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে কঠিন ও পচনযোগ্য বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার চুক্তি সম্পন্ন হয়। এ কার্যক্রমের আওতায় বর্জ্য পৃথকীকরণ, পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “এই চুক্তির মাধ্যমে পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে। নাগরিকদের সহযোগিতা থাকলে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পারবো।” উল্লেখ্য, এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি ‘বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে সাসটেইল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট(এসএনভি) (ঝঘঠ)।