চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ও গাছ চাপায় ২ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এ দুর্ঘটনা হয়। এলাকাবাসী জানায়, কাল বৈশাখী ঝড় শুরু হলে, শিবগঞ্জে মাসুমা বেগম ও ছবি বেগম নামে ২ নারী বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। একইসময়ে গোমস্তাপুর উপজেলার কাঁঠাল এলাকায় ভেঙ্গে যাওয়া একটি গাছের নিচে চাপা পড়ে আসাবুল হক নামে আরো একজনের মৃত্যু হয়।