01713248557

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী গৃহবধুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিগ্রাম নতুনপাড়া মহল্লা থেকে সারাবানু ওরফে রাফিয়া নামে এক তরুনী গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই মহল্লার পোল্যান্ড প্রবাসী মিরাজ আলীর স্ত্রী। আজ সকালে খবর পেয়ে পুলিশ স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ভেতর থেকে আটকানো দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে রাফিয়ার বিয়ে হয়। তবে এখনও কোন সন্তান হয় নি। বর্তমানে স্বামী বিদেশে রয়েছেন। গতকাল দিবাগত গভীর রাতে বাড়িতে থাকা শ্মশুড়-শ্মাশুড়িসহ অন্য সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সাংসারিক কোন্দলের কারণে তিনি একাজ করতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।