চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন

‘প্রতিবন্ধিতা অন্তর্ভক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়তুল্লাহ। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রেলে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ২০ আসন বরাদ্দ আছে এবং হুইলচেয়ার নিয়ে ওঠার জন্য র‌্যাম্পও আছে। তবে এই সুবিধা আরো বাড়ানো দরকার। তিনি বলেন— প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা করা ঠিক হবে না।