চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ নওগাঁর মান্দা উপজেলার ফেটগাঁও-পরানপুরের আসাদ আলীর ছেলে আল-আমিন (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাদির মোল্লের টোলা গ্রামের তাইফুর রহমানের ছেলে আবু সায়েম (৫)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পুরাতন বাজার আড়তে সবজি বিক্রি করে ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের বুলনপুরে ট্রাক ও ভটভটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। এঘটনায় একই উপজেলার চকশল্লাহাট এলাকার নুরুল ইসলামের ছেলে মেহেদি হাসান মিলন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহত মিলনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মতিউর বলেন, ‘খবর পেয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, মামলা হবে।’
ওসি মতিউর রহমান আরো বলেনÑ রবিবার দুপুর ১২টার দিকে অটোর সাথে ধাক্কা লেগে সায়েম আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়। নিহত শিশু হুররুপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এছাড়াও লালাপাড়া চৌধুরী মোড় এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি মতিউর রহমান।