চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতদের ধারাল অস্ত্রের আাঘাতে গুরুতর আহত হয়েছেন সদর থানার আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নুরুল ইসলাম। গতকাল রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস সড়কের মারিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
জানা গেছে, রাত ১১টার দিকে থানায় ‘৯৯৯’ হটলাইন থেকে কল আসে মারিয়াপাড়া এলাকায় ফাঁকা সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ১০/১২ জনের একদল ডাকাত। খবরটি আমনুরা ক্যাম্পে জানানো হলে নিয়মিত টহলে থাকা এসআই নুরুল ইসলাম মোটরসাইকেলে একজন এএসআইকে এবং একটি অটোরিক্সায় ৪ জন কনষ্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেন। প্রথমে মাটরসাইকেলে এসআই নুরুল ঘটনাস্থলে পৌঁছামাত্র ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর আক্রমন করে ডাকাতরা। এর মধ্যেই অটোরিক্সায় থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতরা ধানক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরে ওই ডাকাত দল আমনুরা থেকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালাগামী ওই সড়কে গভীর রাত পর্যন্ত ডাকাতি করে। সদর থানার অফিসার ইনচার্জ – ওসি শাহিন আকন্দ জানান, ঘটনার পর এসআই নুরুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।