চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
সভায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও উপসচিব উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা মৎস্য অফিসার মাবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
শোভাযাত্রাতে বাঙালী ঐতিহ্য তুলে ধরার বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়। সেই সাথে পহেলা বৈশাখের আয়োজন বর্ণিল ও জাঁকজমকপূর্ণ করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও’র অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হবে এবং সেটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় বাঙালীয়ানার বিভিন্ন সাজ যেমন, জেলে, কৃষক, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ি, পালকি ইত্যাদি রাখার বিষয়ে আলোচনা ও সীদ্ধান্ত গৃহীত হয়। পরে ঐদিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান, ঝান্ডি গান, আদিবাসী নৃত্য, আলকাপ, গম্ভীরা, লাঠি খেলা সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হবে।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতি সভা

পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা । সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শিক্ষক আব্দুল অহাব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল ইসলাম রানু সহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী পালনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।