01713248557

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ১ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া স্লুইস গেট এলাকায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত এক কেজি ষাট গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। গতকাল রাত ১১টার দিকে সীমান্ত থেকে মাদক চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনায় থাকা র‌্যাবের একটি দল মহানন্দা নদী পাড় থেকে হেরোইন উদ্ধার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক ব্যবসায়ীরা মাদখ ফেলে পালিয়ে যায়। আজ বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জব্দ হেরোইন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।