চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক আ ন ম নাজিম উদ্দীন, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মো. ইয়াছিন আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক।