চাঁপাইনবাবগঞ্জে নিজেদের এগিয়ে যাওয়ার গল্প শোনালেন নারী উদ্যোক্তারা

50

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তৃর্ণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের নারী উদ্যোক্তা মেলা। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে নারী উদ্যোক্তা হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে এগিয়ে যাওয়ার গল্প শোনান নারীরা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের ইতিবাচক দিকসমূহ তুলে ধরেন বক্তারা। মেলায় ৮০টি স্টল অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জাতীয় মহিলা সংস্থার ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান অ্যাভোকেট ইসমিন সুলতানা রুমা, শিবগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম।
এছাড়া নারী উদ্যোক্তাদের মধ্য থেকে শিবগঞ্জের দিল নাজ খানম, সদর থেকে আসিফা জাহান মৌ, শরিফা খাতুন ও খালেদা আক্তার অনুষ্ঠানে নিজেদের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন- ২০০৮ সালের আগে ইসলামের অপব্যাখ্যা দিয়ে এই অঞ্চলের মেয়েদের ঘরে রাখা হতো। ফলে তারা ঘর থেকে বের হয়ে উদ্যোক্তা হতে পারতেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবার পর নারীর ক্ষমতায়নে কাজ শুরু করেন। মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন। যার ফলে আজ নারীরা ইউএনও হচ্ছেন, এসিল্যান্ড হচ্ছেন, প্রকৌশলী হচ্ছেন, ডাক্তার হচ্ছেন। প্রধানমন্ত্রী মহিলাদের ঘর থেকে বের কের এনেছেন। কারণ তিনি জানেন অর্ধেক জন্যসংখ্যা হচ্ছে নারী। সেই নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব হবে না। আজ নারীরা দেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ডা. শিমুল এমপি বলেনÑ প্রধানমন্ত্রী নারীদের রান্নাঘর থেকে বাইরে এনেছেন। নারীরা আজ এগিয়ে যাচ্ছেন। অনেক নারীর প্রতিষ্ঠানে এখন পুরুষরা চাকরি করছেন। প্রধানমন্ত্রী অ্যানালগ থেকে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা তুলে ধরে বলেনÑ নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।