চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

দ্বিতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ, ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ অব্যহত রয়েছে। সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আজ সকালে ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এ কর্মসূচীর আয়োজন করে। এতে যোগ দেন চিকিৎসক, নার্সিং শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ, শিশু রোগ বিশেষঞ্জ মাহফুজ রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন খান, স্বেচ্ছাসেবী ওয়ালিদ হাসান, ওয়ালিদ হাসান মাইনুল, মশিউর রহমান, আবু সালেক , নার্সিং শিক্ষক রোকাইয়া খাতুন প্রমুখ । বক্তরা বলেন,ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। আর এই অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। সাম্প্রতিককালে দেশে বিবেকহীন ধর্ষণকান্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তরা বলেন, দেশবাসী লজ্জায় ডুবে গেছে। তীব্র ঘৃনা প্রকাশ করছেন বহু মানুষ। এখন দরকার কঠোর ও জরুরী প্রশাসনিক পদক্ষেপ।

এদিকে, মাগুড়াতে ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুরের সাধারণ শিক্ষার্থবৃন্দ ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রাসেল আলী, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্র শিবিরের সভাপতি নাজির উদ্দিন ,জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।