চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা সভাপতিত্বে আরো উপস্থিত হয়ে ক্বেরাত পাঠ করেন, মাওলানা ওয়ালিদ হাসান, মুনাজাত করেন তোফাজ্জুল হোসেন। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন মসজিদের মাওলানা, মাদ্রসার শিক্ষকবৃন্দ- সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দ করণীয় সম্পর্কে প্রধান অতিথি আব্দুস সামাদ বিস্তারিত আলোচনা করেন ও করণীয় বিষয়ে তুলে ধরেন।