01713248557

চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি

চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি ও নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজ দুটির শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও আব্দুল জলিলের ভাই নামোশংকরবাটী কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলমেরর পদত্যাগ দাবি করা হয়।
মঙ্গলবার সকালে শহরের স্বরূপনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ চত্বরে জমায়েত হন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন, মোসাদ্দেক আলী, প্রভাষক সৈয়দা রেহানা আশরাফি, জোনাব আলী।
সমাবেশে বক্তারা বিভিন্ন অনিয়ম তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ এজাবুল হক বুলির অপসারণ দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
অন্যদিকে নামোশংকরবাটী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক সমাজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নামে ২৩টি অভিযোগ এনে পদত্যাগের দাবিতে জমায়েত হন। অধ্যক্ষ-উপাধ্যক্ষ অনুপস্থিত থাকায় ছাত্র ও শিক্ষকরা ঘরোয়া সভা করেন এবং আজ বুধবার আবারো জমায়েত হবার ঘোষণা দেন।