চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুর গ্রামে ট্রাস্টের অধীনে পরিচালিত উম্মে মাকতুম অন্ধ মাদ্ররাসা ও স্কুল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়কেন্দ্র “এ্যাঞ্জেল’স গার্ডেন’’ এবং আবুল হায়াত মিঞা ইতমখানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ডা. আনোয়ার জাহিদের সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি ছিলেন, মুফতি মাওলানা মো. আলি আশরাফ।