চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বালক–বালিকাদের দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা স্টেডিয়াম (নতুন) সংলগ্ন সুইমিংপুলে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাঁতার ফেডারেশনের কাউন্সিলর মো. খালেকুজ্জামান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক ও ক্রীড়া সংগঠকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।