01713248557

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ  আজ জানান, নতুন করে নাচোলে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বতর্মানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। সবমিলিয়ে চলতি বছর জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে ভর্তি ৬ জন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গু রোগীর প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানান সিভিল সার্জন। তিনি সবাইকে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সচেতন হওয়ারও আহ্বান জানান। মশারি টানিয়ে ঘুমানো, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, ডাবের খোসা যেখানে সেখানে না ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার ডেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জ্বর দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি।