চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জ শহরে ডাকাতি প্রস্তুতিকালে বড় ছোরা, লাঠি, রডসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বর থেকে ওই ৪ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তাদের চাঁপাইনবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আজাইপুর পোলাডাঙ্গার বাসিন্দা জাহিদ হাসান, খাইরুল ইসলাম, মোহাম্মদ লিখন ও আরিফ। পুলিশ জানায়, ভোররাতে টোলঘর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওই ৪ জন। এসময় স্থানীয়রা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।