<meta property="og:image:width" content="150"/> <meta property="og:image:height" content="150"/> চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত - Radio Mahananda

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৫৯) নামের কোল সম্প্রদায়ের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা হোসেনডাঙ্গা এলাকার শ্রী বিশু কোলের কন্যা। শনিবার সকালে ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া।
এদিকে রেল পুলিশের চাঁপাইনবাবগঞ্জের এসআই মো. আবুল বাশার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় রেল লাইনে কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান সামিয়া রানী। সামিয়া রানী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।