চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ট্রাক্টর চালককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের বিদিরপুর এলাকায় পেছন থেকে মাটি বোঝাই ট্রাক্টর-ট্রলি চাপায় আবদুল্লাহ আল ওসমান ওরফে ওসমান আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের একই ওয়ার্ডের মিল্কি এলাকার উজ্জল আলীর ছেলে ও স্থানীয় আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা ঘটনার পর বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং ট্রাক্টর ও এর চালক সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের কাবির আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসা বিরতির সময় বাইসাইকেলযোগে বাড়িতে খেতে যাবার সময় ভরাটের মাটি বোঝাই ট্রাক্টর-ট্রলিটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। সদর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, ঘটনার পর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ট্রাক্টর চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।