চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেপ্তার

1330

শিবগঞ্জ উপজেলার লাওঘাটাবাজারে অভিযান চালিয়ে গতকাল রাতে ১টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত হলেন শিবগঞ্জ উপজেলার হাজীডাঙ্গা এলাকার আব্দুর রশিদের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম আজ দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালালে লাল রং এর ১টি ১৫০ সিসি চোরাই পালসার ব্রান্ডের মোটরসাইকেলসহ খাইরুলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।