01713248557

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা (ভেল্যু চেইন) অনুষ্ঠানের আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্প। আজ সকালে প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা (ভেল্যু চেইন) অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাট ব্যবস্থাপক ছানোয়ার হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি (সরিষা তেল) প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর হাসান আলী, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যান্যরা।