01713248557

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা সহ জেলার প্রধান ৩ নদীর পানি, মানুষের মধ্যে কমেছে বন্যা আতংক

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা, জেলার ৫টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা এবং জেলার গোমস্তাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া পূণর্ভবা সহ গত ২৪ ঘন্টায় জেলার ৩ প্রধান নদীর পানি কমেছে। বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওই ৩ টি নদীর পানি। গত কয়েক দিনে গড়ে পানি কমতে থাকায় নদীপাড়ের মানুষের মধ্যে কমে এসেছে বন্যা আতংক। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬টায় এটি প্রবাহিত হচ্ছিল ২০.৫১ মিটারে। গতকাল সন্ধ্যা ৬টায় এটি রেকর্ড হয় ২০.৫৯ মিটার, ২৪ ঘন্টায় পানি কমেছে ৮ সেমি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার, যা আজ সন্ধ্যায় এটি প্রবাহিত হচ্ছিল ১৮.৪৭ মিটারে, ২৪ ঘন্টায় পানি কমেছে ৩ সেমি। জেলার অপর নদী জেলার গোমস্তাপুর উপজেলার পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। আজ সন্ধ্যায় এটির প্রবাহ রেকর্ড করা হয় ১৮.৪৪ মিটার। গতকাল সন্ধ্যায় এটি ২০.৪৮ মিটারে প্রবাহিত হচ্ছিল, ২৪ ঘন্টায় পানি ৩ সেমি কমেছে বলে নিশ্চিত করেছে জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্র।