01713248557

চাঁপাইনবাবগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ৮ হাজার মিটার জব্দ জাল


গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনণ মৌসুমে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মৎস দপ্তরের অভিযানে ৮ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ হয়েছে। এসব জালের দূল্য প্রায় আড়াইলক্ষ টাকা। তবে সোমবার(২১অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে কোন জেলে আটক হয় নি। জব্দ হয়েছে ১৫ কেজি ইলিশ মাছ যা লক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মৎস বিভাগ। সিনিয়র উপজেলা মৎস অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক বলেন, সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুপুরে খাবার বিরতি দিয়ে নৌকা নিয়ে বোগলাউড়ি,সাহেবের ঘাট, মনোহরপুর, দশরমিয়া, পাকাচর ও রামনাথপুর এলাকায় নদীতে অভিযান চালানো হয়। পরে রাতে জব্দ জাল পাকা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মৎস দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ড.আবু বক্কর।